আজ বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুর অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরনী

ত্রীড়া অধিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় শীয়তপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় বিজয়ী শিশুদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়। জেলার ছয়টি উপজেলার দেড় শতাধিক অটিজম শিশু এ ত্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্দুল হেলমি ফকির। এ সময় পিকেএস একাডেমী (প্রতিবন্ধী স্কুলের) প্রধান শিক্ষক মো. মোক্তার হোসাইন, সহকারী শিক্ষক সামিনা ইয়াসমিন, ইয়ার হোসেন, লাইজু আক্তার, আকলিমা, জিয়াউল হক, কহিনুর আক্তার সানজিদা প্রমূখ উপস্থিত ছিলেন।