আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো শরীয়তপুর জেলা ইজতেমা

বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শরীয়তপুরে তিন দিনের তাবলিগ জামাতের ইজতেমা।

সদর উপজেলার আংগারিয়া বাইপাস সড়কের পাশে পরসদ্দি এলাকায় বিশাল ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২টা ৬ মিনিটে দোয়া পরিচালনা করেন ঢাকা কাকরাইল থেকে আসা তাবলিগের ফায়সাল সূরা সদস্য হজরত মাওলানা মোহাম্মদ হোসাইন।

আখেরি মোনাজাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীয়তপুর জেলার এ ইজতেমার জিম্মাদারের দায়িত্বে নিয়োজিত মুরব্বি মো. মোশারফ হোসেন জানান, পরসদ্দি এলাকার ব্যক্তি মালিকানা প্রায় ১৭ একর জায়গা জুড়ে জেলা ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরি করা হয়েছিল। একসঙ্গে আড়াই লাখ মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছিল। ৩৫ হাজার লোকের ঘুমের জায়গা করা হয়েছিল ইজতেমা মাঠে।