
রুপক চক্রবর্তী, শরীয়তপুরঃ নিরাপদ সড়ক চাই নিসচা শরীয়তপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬শে এপ্রিল) নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয় জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় এডভোকেট মুরাদ হোসেন মুন্সির চেম্বারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ হোসেন মুন্সি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সভাপতি এম এ ওয়াদুদ মিয়া, নিরাপদ সড়ক চাই নিসচা জেলা শাখার
সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, সহ-সভাপতি এনামুল হক সোহেল, মোঃ হাসান মাসউদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান সুজন, শাহীন মৃধা, মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আঃ মোতালেব সুমন, প্রচার সম্পাদক রুপক চক্রবর্তী
কার্যকরী সদস্য প্রকৌশলী ফরহাদ মিয়া, খোরশেদ আলম বাবুল,আঃ রব জিহাদ, হাবিবুর রহমান তাইন, নিলয় ভট্টাচার্য, মোঃ ফজলুর রহমান, মোঃ জিল্লুর রহমান,রিপন সাধু,আল মাসুম, শাহরিয়ার আলমগীর জয়, বিপ্লব হাসান হ্রদয়, রফিকুল ইসলাম তালুকদার সহ প্রমুখ।
এ সময় উপস্থিত দু হাত তুলে পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।