আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রুপক চক্রবর্তী জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয় ‘ল’ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা: রুপক চক্রবর্তী জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ল সোসাইটি পরিষদের বার্ষিক নির্বাচনে আইন বিভাগের ছাত্রছাত্রী দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন। ২৫ শে এপ্রিল শনিবার এবং২৭ শে এপ্রিল সোমবার জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ল সোসাইটি নির্বাচন পরিচালনা কমিটি কতৃক আয়োজিত নির্বাচনে আইন বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র রুপক চক্রবর্তী ল সোসাইটি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ভাইস প্রেসিডেন্ট হিসেবে রুপক চক্রবর্তী ২০২ ভোটের মধ্যে ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রুপক চক্রবর্তী শরীয়তপুর জেলার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের রুহিদাস চক্রবর্তী ও রুমারানী চক্রবর্তী জেষ্ঠ্য পুত্র, দুই ভাই মধ্যে রুপক বড়। তিনি ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি লেখালেখির প্রতি অনেক আগ্রহ ছিল সেই সুবাদে তার নিজের লেখা কিছু কবিতা ও রয়েছে। তিনি ২০১৫ সালের জানুয়ারীতে দৈনিক রুদ্রবার্তা পত্রিকার ষ্টাফ রির্পোটার হিসেবে সংবাদ কর্মীর যাত্রা শুরু করেন। বর্তমানে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি, জেটিভির শরীয়তপুর প্রতিনিধি। রুপক চক্রবর্তী নিরাপদ সড়ক চাই নিসচা এর শরীয়তপুর জেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিতেছেন।রুপক চক্রবর্তী ছাত্র পরিষদ শরীয়তপুর সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীর সংগঠনের সাথে জড়িত এবং সেই প্রতিষ্ঠান গুলোর উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন।

রুপক চক্রবর্তী ২০০৮ সালে সুনামের সহিত ১১ নং গয়ঘর সরকারি প্রাথমিক থেকে পি এস সি পরীক্ষায় জি পি এ ৫ এবং বৃত্তি প্রাপ্ত হয়েছেন, এরপর তিনি শরীয়তপুর শহরে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে জি এস সি এবং ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ হতে সুনামে সাথে এস এস সি পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন। তারপর তিনি শরীয়তপুর সরকারী কলেজ থেকে মানবিক বিভাগ হতে ২০১৬ সালে সাফল্যর সহিত এইচ এস সি পাশ করেন। বর্তমানে তিনি জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৩য় বর্ষে অধ্যায়নরত আছেন।

রুপক চক্রবর্তী বলেন, আমাকে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ ল সোসাইটির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত করায় আমি সর্ব প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি পরম করুনাময় সৃষ্টিকর্তার প্রতি এর পর আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, আইন বিভাগের সকল শিক্ষার্থী, আমার বড় ছোট ভাই বোনেরা সহ সকলের প্রতি। এ বিজয় আনার একার নয় এ বিজয় সকলের। ল সোসাইটি নতুন কমিটিতে আমাকে যে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে সেই পদের গুরুত্ব বজায় রেখে আমি সর্বদা সত্যের পথ অনুসরন করে সৎ ভাবে থেকে পালন করবার জন্য চেষ্টা করবো এবং শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবো। সবাই আমার জন্য আর্শিবাদ করবেন।