আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ডামুড্যায় নদীর পা‌ড়ে পাঁচ মাসের শিশুর লাশ!

শরীয়তপু‌রের ডামুড্যায় জয়ন্তী নদীর পাড় থে‌কে অজ্ঞাত পরিচয়ে পাঁচ মাসের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) সকালে উপ‌জেলার জয়ন্তী নদীর পাড় থেকে শিশু‌টির লাশ উদ্ধার কর হয়। প‌রে ময়নাতদ‌ন্তের জন্য দুপু‌রে শরীয়তপুর সদর হাসপাতা‌লে পাঠায় পু‌লিশ।

ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপ‌জেলার বিশাকুড়ি গ্রামের পা‌শে জয়ন্তী নদীর পাড়ে অজ্ঞাতপরিচয় পাঁচ মা‌সের এক‌টি ছেলে শিশুর মর‌দেহ দেখ‌তে পায় স্থানীয়রা। প‌রে পুলিশকে খবর দি‌লে ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা শিশুটিকে হত্যা ক‌রে নদীর পা‌ড়ে ফেলে গে‌ছে তা এখ‌নো বের কর‌তে পা‌রে ‌নি পু‌লিশ।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, নদীর পাড়ে সকালে একটি বাচ্চার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। ঘটনার রহস্য বের করতে তদন্ত করা হ‌চ্ছে।