আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় যুবলীগ নেতা‌কে কুপিয়ে হত্যা

নড়িয়া প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন সরদারকা‌ন্দি গ্রামে ইমরান হো‌সেন সরদার (৩৫) নামে এক যুবলীগ নেতা‌কে কুপিয়ে হত্যা করে‌ছে দুর্বৃত্তরা। সে ওই গ্রামের মৃত ফজল সরদা‌রের ছেলে।

শ‌নিবার রা‌তে তাকে কুপিয়ে আহত করা হয়। চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই ব্যক্তি নশাসন ইউনিয়ন যুবলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নড়িয়া থানা, গ্রামবাসী ও ‌নিহতর প‌রিবার সূত্র জানায়, নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের সরদারকা‌ন্দি গ্রা‌মে বা‌ড়ি ইমরান সরদা‌রের। তি‌নি নশাসন ইউনিয়ন প‌রিষদ সা‌বেক চেয়ারম্যা‌ন দে‌লোয়ার হো‌সেন তালুকদা‌রের গা‌ড়ির ড্রাইভার ছি‌লেন । এছাড়া নশাসন ইউনিয়ন যুবলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন । শ‌নিবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে চেয়ারম্যা‌নের বা‌ড়ি ডগ‌রি বাজারে (প্রাই‌ভেটকার) গা‌ড়ি রে‌খে অটো‌রিকসা ক‌রে বা‌ড়ির দি‌কে যাচ্ছিলেন ইমরান। যাওয়ার পথে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নশাসন মা‌ঝিকা‌ন্দি বড় কবরস্থানের কা‌ছে পৌঁছ‌লে দুর্বৃত্তরা তার অটো‌রিকসা গতিরোধ করে এবং দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে ফে‌লে রে‌খে চ‌লে যায়। এলাকাবাসী দেখ‌তে পে‌য়ে উদ্ধার ক‌রে তা‌কে শরীয়তপুর সদর হাসপাতা‌লে নি‌য়ে যায়। তার অবস্থা আশংকাজনক দে‌খে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে চি‌কিৎসক তা‌কে ঢাকা প্রেরণ ক‌রেন। ঢাকায় নেয়ার পথে ফে‌রি‌তে মাওয়া এলাকায় পৌঁছলে শ‌নিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

নশাসন ইউনিয়ন যুবলী‌গের সাধারণ সম্পাদক ওয়ালীউর রেজা মামুন ব‌লেন, ইমরান আমার সংগঠ‌নের যুগ্ম সাধারণ সম্পাদক। ইমরান‌কে যারা হত্যা ক‌রে‌ছে তা‌দের আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানাই।

নশাসন ইউনিয়ন প‌রিষদ সা‌বেক চেয়ারম্যা‌ন দে‌লোয়ার হো‌সেন তালুকদার বলেন, ইমরান আমার গা‌ড়ির ড্রাইভার ছিল। প্র‌তিপক্ষ দল ইউনিয়‌নের বিএ‌ন‌পির নেতা ও নব্য আওয়ামী লী‌গরা তা‌কে হত্যা ক‌রে‌ছে ব‌লে আমার ধারনা। আমি এ হত্যার বিচার চাই।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, দুর্বৃত্তরা ইমরান‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে। ঘটনার পর থে‌কে হত্যাকারী‌দের গ্রেফতার কর‌তে পু‌লিশ অভিযান চালা‌চ্ছে। প্রকৃত হত্যাকারী‌দের আইনের আওতায় আনা হ‌বে। ইমরা‌নের মর‌দেহ ময়নাতদন্তর জন্য সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।