আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোসাইরহাটে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক গার্মেন্টস কর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগে আজিজুল বেপারী (২৩) নামে ইটভাটার এক শ্রমিককে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) দুপুরের দিকে তাকে আটক করা হয়। আটক আজিজুল গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের পানিঘাটা গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ধর্ষণের শিকার ওই গার্মেন্টস কর্মী গত শুক্রবার (৫ জুলাই) ঢাকা থেকে গ্রামের বাড়ি বেড়াতে আসে। শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশীর বাড়ির ডিপ টিউবয়েল থেকে পানি আনতে গেলে একই এলাকার ইটভাটার আরেক শ্রমিক মাসুম বেপারীর (২৮) সহযোগিতায় আজিজুল বেপারী জোরপূর্বক বাগানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে আজিজুল ও মাসুমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজিজুল বেপারীকে আটক করা হয়েছে। অপর আসামী মাসুমকেও আটকের চেষ্টা চলছে।