আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুর সদর হাসপাতালে ৪ দালালের কারাদন্ড

শরীয়তপুর সদর হাসপাতালের চার দালালকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে ইকবাল সরদার (৩৮), আবুল কালাম ঢালীর ছেলে সুজন ঢালী (৩০), ধানুকা গ্রামের আব্দুর রব আকনের স্ত্রী মলিনা বেগম (৩৫) ও নড়িয়া উপজেলার আচুড়া গ্রামের সন্তোষ দাসের ছেলে কমল দাস (৩৮)।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ পালং মডেল থানা পুলিশের একটি টিম নিয়ে সদর হাসপাতালে অভিযান চালান। অভিযানকালে তারা হাসপাতালের চার দালালকে আটক করতে সক্ষম হন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে বলে ইদানিং শোনা যাচ্ছিল। আমরা দালালদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকে অভিযান চালিয়ে চারজন দালালকে ধরতে সক্ষম হয়েছি। তারা বিভিন্ন ক্লিনিকের সাথে জড়িত। তাদের দ্বারা রোগীরা হয়রানির শিকার হন। তারা সব সময় তাদের পছন্দের ক্লিনিকে রোগী ভাগিয়ে নেয়ার ধান্দায় থাকেন। এছাড়া তারা হাসপাতালের কর্ম পরিবেশের বিঘœ ঘটায়। এ অপরাধে তিন পুরুষ দালালকে এক মাসের ও এক মহিলা দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।