আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোসাইরহাটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনামূলক কর্মশালা

শরীয়তপুরের গোসাইরহাটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শামসুর রহমান কলেজের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে শরীয়তপুর জেলা সমিতি,রাজশাহী। সমিতির সভাপতি মিয়া রনির সভাপতিত্বে ও মোঃ শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ।

মোটিভেশনাল বক্তব্য দেন সুমন হোসাইন। এরপর বিভাগ ভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনায় প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবিক বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য নির্দেশনা বক্তব্য প্রদান করেন,জাহিদুল ইসলাম অনিক,মাহফুজ ঢালী,মাহমুদুল হাসান ও আবুবকর সিদ্দিক। ব্যবসায় শিক্ষা শাখায় বক্তব্য দেন,রুকন মাহমুদ,জাহিদুল অনিক,মিয়া রনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য দেন মোঃ সালাহ উদ্দিন,মোঃ মুহাম্মদ আলী।