আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

রুপক চক্রবর্তী, শরীয়তপুর: শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২০শে আগষ্ট) বিকালে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

এ সময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মামুন তালুকদার, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন, শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সাবেক ছাত্রনেতা কাজী নজরুল, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, আদনান শামীম, রুপক চক্রবর্তী সহ প্রমুখ।

দৃষ্টি প্রতিবন্ধীদের হাডুডু খেলা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখা, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ঢাকা জেলা শাখা, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখা। সমাপনী খেলায় অংশগ্রহণ করেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখা বনাম দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ঢাকা জেলা শাখা। এরমধ্যে ১-০ পয়েন্টে বিজয়ী হয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখা।