আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোসাইরহাটে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দাদন মৃধা (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দাদন উপজেলার মাছুয়াখালী গ্রামের জামাল মৃধার ছেলে। তিনি সামসুর রহমান কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

শরীয়তপুরের সিভিল সার্জন ড. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শুক্রবার (২৩ আগস্ট) থেকে দাদন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। রোববার (২৫ আগস্ট) বিকেলের দিকে অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক তাকে সদর হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় দাদন।