
শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভায় নড়িয়া উন্নয়ন সমিতি নুসার উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
শনিবার সকাল ১০ টায় নড়িয়া পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউট এ জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন নুসার ভাইস চেয়ারম্যান ও জেলার আওয়ামী লীগের সদস্য ডাঃ খালেদ শওকত আলী।
নুসার পরিচালনা পর্ষদের সদস্য আঃ রহমান ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ এর সাবেক ভাইস-চেয়ারম্যান বি এম মুনীর হোসেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বি এম জাহেদ আলী, নড়িয়া পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলেয়া বেগম।
নুসার সমন্বয়কারি ফারুক হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আফরুজ্জামান মিতুল মোল্লা, পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার ফকির, পৌরসভা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন খান, নুসার সহকারি পরিচালক জাহাঙ্গীর হোসেন মাল, এরিয়া ম্যানেজার মনির হোসেন, মিজানুর রহমান, ম্যানেজার মারুপ হাসান তারেক, শাহাদাত হোসেন শাওন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা শেষে মুন্সিবাড়ী জামে মসজিদের ইমাম দোয়া পাঠ পরিচালনা করেন এবং গনভোজের আয়োজন করা হয়।