
শরীয়তপুরে মুন্না খাঁ (১৮) নামে এক কলেজ ছাত্র পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার ঢাকা সদরঘাট থেকে লঞ্চে ওঠে নিখোঁজ, আর বাড়ি ফিরে যায়নি সে। পরেরদিন মঙ্গলবার নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৪২) করেছে পরিবার।
নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিরঙ্গল গ্রামের কৃষক মুনসুর খাঁ ও ফিরোজা বেগম দম্পত্তির বড় ছেলে মুন্না খাঁ। তিনি নড়িয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র । তারা তিন ভাই।
নিখোঁজ মুন্নার চাচা আরফিন খাঁ বলেন, আমার বোন কুনসুম ক্যান্সারে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি । অসুস্থ শুনে গত ৪ আগস্ট বোনকে দেখতে গ্রাম থেকে আসেন ভাতিজা মুন্না। অপারেশন হবে যেনে এতোদিন বোনের পাশে হাসপাতালে ছিল মুন্না। ২ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে তাকে ঢাকা সদরঘাট লঞ্চে তুলে দিয়ে, লঞ্চ ছাড়ার ১৫ মিনিট আগে আমি চলে আসি। পরে শুনি মুন্না বাড়িতে যায়নি নিখোঁজ রয়েছে।
মুন্নার মা ফিরোজা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ভাই আরফিন আমার বড় ছেলেকে সোমবার দুপুরে সদরঘাট থেকে লঞ্চে তুলে দেয় । লঞ্চে ওঠার পর আর বাড়ি ফিরেনি ছেলেটি। পরে আত্মীয়-স্বজন, ওর বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েও পাইনি মুন্নাকে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, মুন্না নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেস্টা করছে।