আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার দ্বিবার্ষিক কমিটি গঠন

এ্যাড. মুরাদ হোসেন মুন্সীকে সভাপতি ও ইশতিয়াক আতিক খানকে সাধারণ সম্পাদক করে ৮৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত ১৬ আগষ্ট ২০১৯-২০২০ মেয়াদে সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। শরীয়তপুর জেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের জেলার সাবেক সভাপতি এ্যাড. মরহুম আব্দুর রাজ্জাক সিকদারের মৃত্যুতে দীর্ঘদিন যাবৎ কার্যক্রম না থাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুস এর আহবানে শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল এর সমন্নয় শরীয়তপুর জেলা শাখার এ কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টা পরিষদের যাহারা আছেন। প্রধান উপদেষ্টা হিসেবে এ্যাড. আবুল কালাম আজাদ (কবি ও কথাসাহিত্যিক, আহবায়ক-সুভজন, শরীয়তপুর) এবং অন্যান্য উপদেষ্টাগণ হলেন মফিজুল ইসলাম (কবি, সভাপতি-প্রতিভাস আবৃত্তি সংসদ, শরীয়তপুর), প্রফেসর আলী হোসেন (মুক্তিযোদ্ধা, সাবেক অধ্যক্ষ, শরীয়তপুর সরকারী কলেজ), আব্দুস ছামাদ তালুকদার (মুক্তিযোদ্ধা ও সাধারণ সম্পাদক-শরীয়তপুর প্রেস ক্লাব), এ্যাড. আলী আহম্মদ খান (সভাপতি-নজরুল একাডেমি, শরীয়তপুর), এম.এম আলমগীর (শিক্ষক ও সভাপতি-উদীচী, শরীয়তপুর), শ্যামসুন্দর দেবনাথ (শিক্ষক ও সাধারণ সম্পাদক- রথীন্দ্র সাহিত্য পরিষদ), এ্যাড. মির্জা হযরত আলী (কবি ও ছড়াকার, সভাপতি-যুগান্তর স্বজন সমাবেশ), এ্যাড. আলমগীর মুন্সী (সাংস্কৃতিক সংগঠক), ছামিনা ইয়াসমিন (কন্ঠশিল্পী ও সভাপতি-ত্রিমূখী ছামিনা একাডেমি), মৃধা এ আজম (কবি ও শিক্ষক)। পূর্ণঙ্গা কমিটিতে যাহারা আছেন সভাপতি এ্যাড. মুরাদ হোসেন মুন্সী (শরীয়তপুর থিয়েটার), সহ-সভাপতি মনিরা বেগম (বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ), সহ-সভাপতি আনু মোহাম্মদ (শিক্ষক ও নাট্য নির্দেশক), সহ-সভাপতি খান মেহেদী মিজান (কীর্তিনাশার কাব্য), সহ-সভাপতি শফিক শান্তন (গঙ্গানগর সাহিত্য নিকেতন), সহ-সভাপতি নজরুল ইসলাম রিপণ (উদীচী, শরীয়তপুর), সহ-সভাপতি এস.এম বাহার (শরীয়তপুর শিল্পকলা একাডেমি) সাধারণ সম্পাদক ইশতিয়াক আতিক খান (শহিদ খলিল খান স্মৃতি গ্রন্থাগার “সাহিত্য ও মুক্তিযুদ্ধবিষয়ক চর্চা কেন্দ্র”), সহ-সাধারণ সম্পাদক হাসান মাসুদ খান (বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শরীয়তপুর), অর্থ সম্পাদক মানিক লাল সাধু (বীর মুক্তিযোদ্ধা মাখন লাল সাধু স্মৃতি সংসদ), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রনি (শরীয়তপুর ফিল্ম সোসাইটি) দপ্তর সম্পাদক সুজন খান, (গাঙ চলচ্চিত্র সংসদ), তথ্য ও গবেষণা সম্পাদক সব্যসাচী নজরুল (স্বপ্ন উড়ান সাহিত্য পরিষদ), প্রচার সম্পাদক শাহাদাত খান, (অংকুর থিয়েটার) প্রকাশনা সম্পাদক তারক নাথ কংসবনিক (কন্ঠশিল্পী ও শিক্ষক) কার্যকরী সদস্যরা হলেন শাহজালাল মিয়া (আহবায়ক, খেলাঘর শরীয়তপুর ও কবি), এস.এম জাকারিয়া, (কবি ও কথা সাহিত্যিক), অনিক ঘটক চৌধুরী, (রথীন্দ্র সাহিত্য পরিষদ), এ্যাড. মাসুদুর রহমান মাসুদ, (রূপান্তর জাদু একাডেমি), দেওয়ান আজিজ (শরীয়তপুর সাহিত্য পরিষদ), ডা. মনিরুল ইসলাম (আবৃত্তি শিল্পী, সংগঠক), আহসান উল্লাহ ইসমাইলী, (কবি, সংগঠক), স্বপণ সরকার, (ভাবনার কাশবন, কবি), শহীদুল ইসলাম পাইলট, (কবি ও সাংবাদিক), সত্যজিৎ ঘোষ, (সাংবাদিক, প্রথম আলো বন্ধুসভা), শ্রী সুজাতা রানী দে, (শরীয়তপুর শিল্পকলা একাডেমি), বিএম বাতেন সিদ্দিকী (কবি), রফিকুল ইসলাম সিকদার (শরীয়তপুর সাহিত্য পরিষদ), মোতালেব হোসেন, (শিক্ষক ও কবি), মোঃ আলমগীর হোসেন, (কবি ও শিক্ষক), এ্যাড. আসাদুজ্জামান জুয়েল, (প্রগতি লেখক সংঘ, কলামিষ্ট), মোদাচ্ছের হোসেন বাবুল, (প্রগতি লেখক সংঘ, কবি), জসীম আহম্মেদ (কবি ও শিক্ষক), মুহাম্মদ ফারুকুজ্জামান (কবি ও শিক্ষক), নজরুল ইসলাম (শিক্ষক), মোঃ জালাল উদ্দিন খান (শহিদ খলিল খান স্মৃতি গ্রন্থাগার), জেবুন্নেছা সিমি (কবি ও শিক্ষক), আ: রহমান নয়ন (কবি), সুদীপ্ত ঘোষ রানা (প্রগতি লেখক সংঘ), দেবনাথ (শিক্ষক), এ এইচ নান্নু (কবি), সবুজ দত্ত (শরীয়তপুর শিল্পকলা একাডেমি), তানিয়া সুলতানা রেশমী (শিক্ষক), দিপালী রানী মন্ডল (কন্ঠশিল্পী), রফিকুল ইসলাম রতন (উদয়ন ফণি মজুমদার স্মৃতি পাঠাগার), সুজিত বাছার (অতুল প্রসাদ সাংস্কৃতিক সংঘ), অজয় কুমার বিশ্বজিত (কবি), ইয়াউর রহমান (নাট্যকর্মী), কার্যকরী সদস্য আমিনুল জিতু (বিজ্ঞান ও সাহিত্য চর্চাকেন্দ্র), সাদী রহমান (সূর্য দীঘলবাড়ী সাহিত্য কেন্দ্র), হালিম আজাদ (বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট), পার্থ রায়, শরীয়তপুর ফটোগ্রাফী ক্লাব, সোহেল মীর মালত (নৃত্যশিল্পী, সাইবিতা নিত্যকলা একাডেমি), বিপুল কাজী (গঙ্গানগর সাহিত্য নিকেতন), রকি আহমেদ (চাকধ থিয়েটার), আনিছুর রহমান (বাউল বাড়ী), জাবেদ শেখ (নাট্যকর্মী শরীয়তপুর থিয়েটার), লিখন মাহমুদ (গঙ্গানগর সাহিত্য নিকেতন), রফিকুল ইসলাম জয় (কবি), জিহান রাব্বানি জাকির (চিকন্দী সাহিত্য সংঘ), মাহতাসিম মাসুদ খান (শহিদ খলিল খান স্মৃতি গ্রন্থাগার), আহমেদ জুলহাস (কীর্তিনাশা থিয়েটার), সীজার সিকদার (নাট্যকমী, নির্মতা), রামচন্দ্র শাহা (গঙ্গানগর সাহিত্য নিকেতন), ইনযিহান উদয় নিরব (চলন্তিকা সাহিত্য পরিষদ), মোতালেব সুমন (নাট্যকর্মী, শরীয়তপুর থিয়েটার), শাহিদুল ইসলাম (উদীচী, শরীয়তপুর), জিউস ব্রহ্মবাদী (আবু ইসহাক সাহিত্য পরিষদ), সুপ্তা চৌধুরী (কবি), মাসুদ (শরীয়তপুর শিল্পকলা একাডেমি), আজিজ দেওয়ান (বাউল শিল্পী), মোঃ বায়েজিদ (রং বেরং মাল্টিমিডিয়া), সোনিয়া আক্তার (প্রথম আলো বন্ধুসভা), রেজা আহসান সোহাগ (নাট্যকর্মী, শরীয়তপুর থিয়েটার), আব্দুল্লাহ আল মাসুদ (চলন্তিকা সাহিত্য পরিষদ), শাহাদাৎ হোসাইন আবির (চলন্তিকা সাহিত্য পরিষদ), মিহাদ আহমেদ (চলন্তিকা সাহিত্য পরিষদ), সজীব (নাট্যশিল্পী), মামুন খান (উদয়ন ললিতকলা একাডেমি), জালাল গাজী (মাস্টার কলোনী শিল্পীগোষ্ঠি), হাফিজুর রহমান (কবি), রিপণ সাধু (বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট), সাইফুল ইসলাম রাজিব (বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট), মিতালী সিকদার।