
জাতীয় লেখক পরিষদ মিরপুর জোনের উদ্যোগে ৪ অক্টোবর সকাল ১০ টায় রাজধানীর মিরপুর ১- এ অবস্থিত মাদরাসাতুল মারওয়াহয় দেশব্যাপী চলমান সভার ধারাবাহিকতায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক মুফতি জহির ইবনে মুসলিম, তামাদ্দুন টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা সম্পাদক মাও.রুহুল আমীন সাদী,মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার উস্তাদ মাওলানা কামরুল হাসান রাহমানী, দৈনিক প্রথম আলোর কলাম লেখক মুফতি শাঈখ মুহাম্মদ উছমান গনী,নুরবিডিডটকম সম্পাদক ডা. মাও. সৈয়দ শামছুল হুদা, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়শিয়ার রিচার্স ফেলো মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, কলমবন্ধু সম্পাদক মুফতি আফজাল হুসাইন, রেডিও ৭১ এর আরজে মামুন চৌধুরী, সবার খবর সম্পাদক আবদুল গাফফার,সিলেট রিপোর্ট সম্পাদক রুহুল আমীন নগরী,রাজনীতিক আবু ইউসুফ মোহাম্মদ নাসের,লেখক ও খতিব মুফতি আব্দুল্লাহ নাটোরী, মাসিক আর রাশাদের সহকারী সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, আনতারা সম্পাদক মহিম মাহফুজ,কবি ও সংগঠক মুফতি খন্দকার মুজাম্মিল হক,রেডিও ধ্বনির আরজে মুস্তাফিজুর রহমান,আর্টিস্ট মুফতি ওমর ফারুক মাসরুর, তামাদ্দুন টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মাঈনুদ্দীন ওয়াদুদ,লেখক মুফতি আজীজুল হক নোমানী কাসেমী, মাহমুদ আরিফীন, মাওলানা খায়রুল বাশার, মাও. ফজলুর রহমান, ইসলামমেইল সহ সম্পাদক নিজাম উদ্দীন আল আদনান, সাংবাদিক সৈয়দ আহমাদ শফী আশরাফী, আবুবকর বিন রাশেদ, মুফতি এহসানুল হক, উমর আলী আশরাফ,ঈশান সম্পাদক মুহাম্মদ বিন ওয়াহিদ ও সহসম্পাদক যুবাইর হাসান,ঢাকা কলেজ প্রতিনিধি মোঃ শাকিল হাসান চৌধুরী ও লেখক গাজী আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বাতিলের বিরুদ্ধে জয়ী হতে হলে লেখকদের কলমকে আরো শাণিত করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। ইসলামী ও জেনারেল লেখকদের সমন্বয় করতে পারলে ব্যাপক ফায়দা হবে। লেখকদের আরো সাহসী হতে হবে। সাহসীরাই সাহিত্য ও সাংবাদিকতায় ভালো করতে পারে।
বক্তারা আরো বলেন, আমরা লেখক পরিষদকে এমন একটি সংগঠন হিসেবে পরিচিত করতে চাই, যেনো সবাই বলে, এটা আমার সংগঠন। হাজারো পারমানবিক বোমা থেকেও শক্তিশালী কলম। এই শক্তির সদ্ব্যবহার করতে হবে। এগিয়ে যেতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আমরা আল্লাহর খলিফা, সুতরাং খলিফা হওয়ার যোগ্যতা আমাদের ভেতর আনতে হবে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আলোকে মসিযুদ্ধে বিজয় অর্জন সম্ভব। আর এ জন্যে অন্তরের জায়গা প্রসস্থ করতে হবে।
সভা শেষে গঠনতন্ত্রের উপর ব্যাপক পর্যালোচনা করা হয়।