আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় মা ইলিশ ধরায় ১০ জেলে আটক

নড়িয়ায় মা ইলিশ ধরায় ১০ জনকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। জানা গেছে রবিবার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এই সমস্ত জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান ৮ জনকে এক বছরের সাজা ও দুই জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। জব্দকৃত জাল গুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক সুরেশ্বর পুলিশ ফাঁড়ির জয়নাল আবেদিন সহ মৎস্য কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত মোট ২২ দিন এই অভিযান চলমান থাকবে বলেছেন মৎস্য বিভাগ।