
শরীয়তপুর জেলার আগামী ২৯ নভেম্বর নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় নড়িয়া মাতৃছায়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজ্বী হাচান আলী রাড়ী।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক জহিরুল ইসলাম সিকদার, সৈয়দ হেমায়েত হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, মুন্সী এনায়েত উল্লাহ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাসার দেওয়ান, সাবেক সাধারন সম্পাদক মাসুক আলী দেওয়ান, পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিবুর রহমান বাবুল খান, যুগ্ম-সাধারন সম্পাদক আলাউদ্দিন বেপারী, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শান্তু চৌধুরী, সদস্য ওবায়দুল হক বাবুল, নড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা আক্তার, মোক্তারের চর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, শ্রমিক লীগ নেতা মাষ্টার এম এ হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া বেগম, কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সদস্য চুন্নু মাদবর, পৌরসভা ছাত্রলীগের ভারপ্রাপ্ত আসাদুজ্জামান বিপ্লব, পৌরসভা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন খানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।