
সড়ক পরিবহন আইন ২০১৮ পরিবর্তনের দাবীতে শরীয়তপুরে শ্রমিকদের উদ্যোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে ঢাকা-শরীয়তপুর সহ জেলার সকল রুটে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। এ ছাড়াও বুধবার সকাল থেকে সকল ট্রাক চালক শ্রমিকরা একই দাবীতে সকল রুটে ট্রাক চলচল বন্ধ করে দিয়েছে। বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকা-শরীয়তপুরসহ ৬ টি উপজেলায় বাস যাত্রী ও মালামাল পরিবহন করতে চরম দুর্ভোগে পড়েছে বাস যাত্রি ও মালামাল পরিবহনকারী ও ব্যবসায়ীরা। স্কুল কলেজ ছাত্রছাত্রীসহ সাধারন যাত্রীদেরকে অটোরিক্সা ও ইজিবাইকে বেবী টেম্পো ও ইঞ্জিন চালিত রিক্সা যোগে যাতায়াত করতে হচ্ছে। পাশাপশি পরিবহন ধর্মঘটের কারনে ৬টি উপজেলায় বিভিন্ন হাটবাজারে শাকসবজিসহ বিভিন্ন কাচামালামালের দাম বেড়ে গেছে।
তোফায়েল আহমেদ ও ইমরান হোসেনসহ অনেক যাত্রী জানান, হঠাৎ করেই বাস ধর্মঘট করার কারনে আমরা সাধারন যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছি।
বাস শ্রমিক বাবুল খান জানান, সরকার যে আইন করেছে। তাতে আমরা গাড়ী চালাতে পারবো না। এ আইন প্রত্যাহার করতে হবে।
শরীয়তপুর বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের সভাপতি ফারুক চৌকিদার বলেন, সারাদেশের ন্যায় শরীয়তপুরের শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।