আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় মহান বিজয় দিবসে দুই দিনব্যাপী চাকধ থিয়েটারের কর্মসূচি

বাংলাদেশ বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির নির্দেশে শরিয়তপুর জেলা হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের নড়িয়া চাকধ থিয়েটার দুই দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি উদযাপন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে চাকধ থিয়েটার নড়িয়া চাকধ পরিবার পরিকল্পনা কেন্দ্রে বিকাল ৫টায় আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তউল্লাহ অঞ্চলের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী এডভোকেট আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন কীর্তিনাশা থিয়েটার, চাকধ থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যজন বুলবুল শফিকী, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও চাকধ থিয়েটারের উপদেষ্টা আলমগীর হোসেন, সাবেক কীর্তিনাশা থিয়েটারের সাধারণ সম্পাদক মালাবক্স কাজী, শরীয়তপুর জেলা আঞ্চলিক সমন্বয়কারী আহমেদ জুলহাস, নাট্যকর্মী সাংবাদিক ডিএম বরকত আলী মুরাদ, মাহমুদুর রহমান হারিছ ও চাকধ থিয়েটারের নাট্যকর্মী বৃন্দ।

১৬ই ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবস উপলক্ষে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে । চাকধ থিয়েটারের পরিবেশনায় নাটক ফেরারী নিশান মঞ্চস্থ হয়। রচনা মান্নান হীরা, নির্দেশনায় বুলবুল শফিকী, কৃতজ্ঞতায়ঃ নড়িয়া উপজেলা প্রশাসন,কৃতিনাশা থিয়েটার, সুরেশ্বর শাহিন টিভি।

রাত ৮টায় নড়িয়া সরকারি বিহারীলাল উচ্চবিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নড়িয়া শিল্পকলা একাডেমীর শিল্পী হালিম আজাদ ও শিল্পী দিপালী রানী রায়ের সংগীত পরিবেশনের পরে, নাটক মঞ্চস্থ হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, কীর্তিনাশা থিয়েটার ও চাকধ থিয়েটারের উপদেষ্টা এডভোকেট আবুল কালাম আজাদ, হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের সমন্বয়কারী আহমেদ জুলহাস, কীর্তিনাশা থিয়েটারের সাবেক সাধারন সম্পাদক মালা বক্স কাজী, নাট্যকর্মী সাংবাদিক ডিএম বরকত আলী মুরাদ, মাহমুদুর রহমান হারিছ, পীরজাদা শাহিন নূরী আল সুরেশ্বরী, উজ্জ্বল বন্দুকসী। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক

ফেরারী নিশানে অভিনয় করেছেন, সাংবাদিক রকি আহমেদ, পরিচালক চাকধ থিয়েটার, গৌতম কুমার জয়, সাধারণ সম্পাদক চাকধ থিয়েটার, লিটন চন্দ্র বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক চাকধ থিয়েটার, চাকধ থিয়েটার নাট্যকর্মী হান্নান ফকির, সাংবাদিক জাহাঙ্গীর ছৈয়াল, মতিউর রহমান মমিন, গৌতম মন্ডল, রুবেল মৃধা, ইদ্রিস হাওলাদার,কাজী পরশ, সজল ঘোষ, ছোঁয়া, দীপ্তি দাস, মিজানুর রহমান শান্ত, হিমেল, প্রশান্ত ঘোষ, রায়হান।