
শরীয়তপুরের জাজিরা পৌরসভায় ২৮ ডিসেম্বর শনিবার আমিনুল ইসলাম(৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে জাজিরা পৌরসভার ৪নং ওয়ার্ডের আক্কেল মাহমুদ মুন্সী কান্দির মৃত নুরুল হক মোল্লার ছেলে।
এলাকাবাসী ও আমিনুল ইসলামের ছোট ভাই সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে আমিনুল ইসলাম বাড়ি ফিরে আসেনি। পরে অনেক খোজাখুজি করেও ঐ দিন আর পাওয়া যায়নি। ২৮ ডিসেম্বর শনিবার একই এলাকার আব্দুর রহমান দেওয়ান বাড়ির পূর্ব পাশের বাশ বাগানের বউন্যা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আমিনুল ইসলামের লাশটি দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মামলার প্রস্তুতি গ্রহণ করা হবে।
জাজিরা থানার ওসি আজহারুল ইসলামকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শনিবার আমিনুল ইসলাম নামে যুবকের লাশ আমরা উদ্ধার করি এবং এ বিষয়ে জাজিরা থানায় ইউডি মামলা হয়েছে।