
পৌষের কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশের মত শরীয়তপুরের জনজীবন। বিশেষ করে চর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা চরম শোচনীয়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
গত কয়েকদিনে শরীয়তপুরে সূর্য দেখা যাচ্ছে খুব অল্প সময়ের জন্য। কুয়াশার পাশাপাশি তীব্র শৈত্য প্রবাহ হচ্ছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছে না।
বৃহস্পতিবার জেলার বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পর শুক্রবার থেকে শীতের দাপটে বিপর্যস্ত জীবনযাত্রা। শনিবার সারাদিন সূর্যের দেখা মিলেনি। জেলার ৬৫টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার কয়েক হাজার শীতার্ত অসহায় গরিব মানুষ হাড় কাঁপানো কনকনে শীতের কারণে অনেকটা কর্মহীন হয়ে পড়েছে। লোকজনের চলাচলও স্বাভাবিকের তুলনায় অনেক কম। তারপরও পেটের টানে কিছু শ্রমিক ঘর থেকে বেরিয়েছেন। শীতের পোশাক না থাকায় নিম্ন আয়েরঅনেকেই পড়েছেন বিপাকে।