
শরীয়তপুরে আপন ভাইয়ের হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞ পিপি এ্যাডভোকেট মির্জা হযরত আলী।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরপায়াতলী মুন্সী কান্দি গ্রামের আমানুল্লাহ মালের ছেলে সলেমান মাল(২৮)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ আগষ্ট, ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরপায়াতলী মুন্সি কান্দি গ্রামের নিজ বসতবাড়িতে আমানুল্লাহ মালের দুই ছেলে সলেমান মাল ও দেলোয়ার মাল ঝগড়া করে। এক পর্যায়ে সলেমান মাল দেলোয়ার মালকে আঘাত করে হত্যা করে। তাদের পিতা আমানুল্লাহ মাল বাদী হয়ে সলেমান মালের বিরুদ্ধে ২০১৪ সালের ১৩ আগষ্ট সখিপুর থানায় মামলা দায়ের করে। এরপর তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হল।