আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চলে গেলেন নড়িয়া শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক অঞ্জন

চলে গেলেন নড়িয়া শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক অঞ্জন
আমিরুল ইসলাম কাজল (অঞ্জন)

চলে গেলেন নড়িয়া শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক গুনী শিল্পী আমিরুল ইসলাম কাজল (অঞ্জন)। বুধবার (১৫ জানুয়ারী) সকালে ঢাকায় তার এক আত্মীয়র বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার বাদ মাগরিব নড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয় তাকে।

তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। নড়িয়া একটি ভাড়া বাড়িতে বসবাস ছিল তার। মৃত্যুকালে ১ কন্যা ও ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বৎসর।

আমিরুল ইসলাম কাজল (অঞ্জন) নড়িয়া শিল্পকলা একাডেমী ও কীর্তিনাশা ক্লাবের সংগীত বিষয়ক প্রশিক্ষক ছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় নড়িয়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ছেলেমেয়েদের মধ্যে সঙ্গীত শিক্ষা দিয়েছেন। গুনী এ শিল্পীর মৃত্যুতে নড়িয়া শিল্পকলা একাডেমী, কীর্তিনাশা থিয়েটার,  চাকধ থিয়েটার, আবু ইসহাক কঁচিকাঁচার আসর, উদীচি শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।