আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভেদরগঞ্জের সখিপুরে অটোবাইক চাপায় শিশুর মৃত্যু

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের আনন্দ বাজার বেড়িবাঁধ সড়কে অটোবাইকে চাপা পড়ে ইকরা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে সখিপুর আনন্দ বাজার বেড়িবাঁধের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইকরা মনি সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনু সরকার কান্দির বাসিন্দা জাকির রাড়ীর মেয়ে।
সূত্র জানায়, উত্তর তারাবুনিয়া থেকে আসা ইব্রাহীম খলিলের অটোবাইকের নিচে চাপা পড়ে শিশুটি আহত হয়। তারপর তাকে সখিপুর ক্লিনিকে আনা হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। অটো ড্রাইভার ইব্রাহীম হাওলাদার উত্তর তারাবুনিয়া ছুরির চর ১নং ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের ছেলে।
এ ব্যপারে ইকরা মনির বাবা জাকির রাড়ীর কোনো রকম অভিযোগ নেই বলে জানিয়েছেন।
এ বিষয় সখিপুর থানার ওসি এনামুল হক জানায় বিষয়টি আমি শুনেছি। তবে নিহত পক্ষের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।