
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শরীয়তপুরের সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মামুন হাওলাদারের দ্রুততম পদক্ষেপের কারণে শরীয়তপুর শহরের উত্তর বাজার নাদিম মার্কেটের সামনে আগুনের লেলিহান শিক্ষা হতে যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকসা ও নাদিম মার্কেটসহ কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে। রবিবার (২ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে তিনি অফিসের পানির পাইপ দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন।
জেলা কমান্ড্যান্ট ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শরীয়তপুরের কার্যালয় সংলগ্ন পালং উত্তর বাজার শরীয়তপুর-ঢাকা সড়কের কাছে স্তুপ করে রাখা মালামালে হঠাৎ প্রচন্ড আগুন লেগে যায়। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মামুন হাওলাদারের নজরে আসলে তাদের অফিসের পানির পাইপ দিয়ে তিনি আগুন নিভানোর চেষ্টা করেন। তাছাড়া তিনি জেলা ফায়ার সার্ভিস অফিসকে খবরটি জানালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় সড়কের পাশে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকসা ও নাদিম মার্কেটসহ কোটি টাকার সম্পদ রক্ষা পায়। এমন পদক্ষেপে স্থানীয় জনগণ, ব্যবসায়ী, মার্কেট কমিটির সভাপতি ও স্থানীয় প্রশাসন মো. মামুন হাওলাদরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।