আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২ মাস পদ্মা ও মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

ইলিশের পোনা বা জাটকা সংরক্ষণে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অর্থাৎ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়।
এ সময়ে কোনো জেলে নিষেধ অমান্য করে মাছ ধরলে তাকে আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে।
সম্প্রতি চাঁদপুর জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় জাটকা রক্ষায় ইতোমধ্যে নিজ নিজ উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী ও চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ বলেন, এ বছর আমরা সকল সংস্থা একসাথে নদীতে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। সদর উপজেলা এলাকার আলু বাজার ও হরিণা নৌ-পুলিশ ফাঁড়িও আমাদের সাথে কাজ করবে। জাটকা রক্ষায় দিন ও রাতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।