
ভেদরগঞ্জ প্যাসিফিক ল্যাবরেটরী স্কুল থেকে
সায়িদাহ্ ইসলাম সিতীঁ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সে নড়িয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী কর্মচারী মো. দ্বীন ইসলাম সবুজ ও গৃহিনী মোছা: রুমা আক্তার দম্পত্তির মেয়ে । শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামে বাড়ি সিতীঁর।
সে ৫৮৭ নম্বর পেয়ে ২০১৯ সালে ভেদরগঞ্জ উপজেলায় প্রথম ও জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাছাড়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সিতীঁ।
সিতীঁ বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সবার দোয়া প্রার্থী।