আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে জানালার গ্রীল পরে শিশুর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় ঘরের জানালার লোহার গ্রীল পরে সিনথিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
সিনথিয়া আক্তার দক্ষিণ গোয়ালদি গ্রামের সুলতান বেপারী ও ঝিনুক বেগম দম্পত্তির মেয়ে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, দক্ষিণ গোয়ালদি গ্রামের সিনথিয়ার চাচা শাহজাহান বেপারীর ঘরের জানালায় লোহার গ্রীল লাগাচ্ছিলেন মিস্ত্রীরা। খেলতে খেলতে শিশু সিনথিয়া ঘরটির নিচে যায়। তখন হঠাৎ করে মিস্ত্রীদের হাত থেকে জানালার গ্রীলটি পরে যায়। সিনথিয়ার মাথার উপরে পড়লে গুরুতর আহত হয় সে। পরিবার সিনথিয়াকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন।

এদিকে, নড়িয়া উপজেলায় অটোরিকসার ধাক্কায় আব্দুল করিম বেপারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতর স্ত্রী নুরজাহান বেগম জানান, বাড়ি থেকে নড়িয়া চাকধ যাওয়ার পথে সোনার বাজার এলাকায় পৌঁছলে মৃত আনু বেপারীর ছেলে আব্দুল করিমকে পিছন থেকে একটি অটোরিকসা ধাক্কা দেয়। তখন তিনি গুরুতর আহত হয়ে সড়কে পরে যায়। স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর অটোরিকসাটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তর জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।