
শরীয়তপুর জারিরায় নাওডোবা এলাকা থেকে দুই ভারতীয় নাগরিক আটক করা হয়। পুলিশ সুত্রে জানায় যায়, দুই পাগল নাওডোবা ক্যান্টনমেন্ট এলাকায় ঘুরাঘুরি করতে দেখলে সেনাবাহিনীর সন্দেহ হয়, সন্দেহের সুত্রতে তাদের আটক করা হয়। আটক করে তাদের জাজিরা থানায় প্রেরণ করা হয়। আটককৃত দুই ভারতীয় নাগরিক হলেন প্রমথ কুমার ওরফে চঞ্চল, পিতা: লক্ষণ সেন গুপ্ত, অপর জন হলেন সঞ্জয় সেন, পিতা: হরি সেন। উভয়ই ভারতীয় নাগরিক। শুক্রবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।