আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় মাহিন্দ্র-আটো সংঘর্ষে আহত ২ , মাহিন্দ্র আটক

শরীয়তপুরের নড়িয়ায় মাহিন্দ্র আটো মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এই ঘটনা অবৈধ মাহিন্দ্র আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকাল সারে ৬ টার নড়িয়া বিহারী লাল সরকারি হাইস্কুলের সামনে বালু ভর্তি মাহিন্দ্র ও আটো গাড়ী মুখোমুখি সংঘর্ষে এই ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নড়িয়া মাজেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন নড়িয়া উপজেলার সিলংগর গ্রামের মহিজ উদ্দিন শেখের ছেলে আটো চালক সামসু শেখ ও একই উপজেলার নশাসন মাঝি কান্দি গ্রামের মোঃ জাফর আলী মাঝির ছেলে আটো যাত্রী মজিবর মাঝি(৫০)।
এবিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, নড়িয়া বিহারী লাল সরকারি হাইস্কুলের সামনে মাহিন্দ্র আটো গাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন আহত হয়েছে। মাহিন্দ্র আটক করা গেলেও চলককে পাওয়া যায়নি। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।