
করোনাভাইরাস মহামারি আকার ধারন করায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা উপমন্ত্রীর উদ্যপগে হ্যান্ড গ্লাভস, মাক্স ও করোনাভাইরাস প্রতিরোধ উপকরন সামগ্রী বিতরন করেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননেতা মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন এর সৌজন্যে শরীয়তপুর, নড়িয়া ও সখীপুরে বিভিন্ন ইউনিয়ন,ভারপ্রাপ্ত কর্মকর্তা নড়িয়া থানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক -রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে প্রায় ৮০০০ মাক্স, ১০০০ হ্যান্ড গ্লাভস , ৮০০ পিস পার্সোনাল সিকিউরিটি ইকুপমেন্ট প্রদান করেন।
এসময় উপস্থিত নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সেলিম বেপারী, আওয়ামী লীগ নেতা ডি এম বরকত আলী মুরাদ, বিল্লাল সিকদার, যুবলীগ নেতা শাহীনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।