আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরকে লকডাউন ও জরুরি অবস্থা বহাল রাখতে তৎপর প্রশাসন

শরীয়তপুরকে লকডাউন ও জরুরি অবস্থা বহাল রাখতে তৎপর জেলা প্রশাসক কাজী আবু তাহের ও পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। গত ২১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকা শহরসহ সকল জেলার সরকারি-আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। তাছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ রাখতে জেলা গুলোকে আংশিক লকডাউন ও জরুরি অবস্থাও ঘোষনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ২৪ মার্চ আংশিক লকডাউন ও জরুরি অবস্থার কার্যক্রম শুরু করে এবং ২৬ মার্চ জেলাকে পুরোপুরি লকডাউন ও জরুরি অবস্থা বহাল রেখেছে। এ অবস্থায় শরীয়তপুর জনসাধারণকে নিষ্প্রোয়োজনে বাইরে বের হলেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রশাসন।
প্রশাসন আরও জানান, জনসাধারণের বাহিরে এলোমেলো ঘুরাঘুরি বন্ধ। শুধুমাত্র ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এ নিষেধাজ্ঞার বাইরে। যে ব্যক্তি এই নিষেধাজ্ঞা না মানবে তার বিরুদ্ধে সরকারীভাবে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।