
শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডে বৈশাখী পাড়া এলাকায় স্প্রে মেশিন দিয়ে জীবানু নাশক ঔষধ ছিটানো হয়। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে নড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বৈশাখী পাড়া গ্রামে পৌর আওয়ামী লীগ নেতা বিল্লাল সিকদার এর নিজস্ব উদ্যোগে স্প্রে মেশিন দিয়ে জীবানু নাশক ঔষধ দেন ড্রেন ও বাড়ির আঙ্গিনায়।
পৌরসভা ১ নং ওয়ার্ড বাসিন্দা মাস্টার আঃ হক বলেন, বিল্লাল সিকদার খুব ভাল উদ্যোগ নিয়েছেন। এভাবে যদি এলাকার বিত্তশালীরা এগিয়ে আসে তাহলে করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো।
বিল্লাল সিকদার বলেন, করোনা ভাইরাস এর কারনে বাংলাদেশে মহামারি আকার ধারন করে। নড়িয়া পৌরসভায় করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করায় আমি নিজের উদ্যোগে পৌর সভার ১ নং ওয়ার্ড এলাকায় স্প্রে মেশিন দিয়ে জীবাণু নাশক ঔষধ দেই।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগোর সাধারন সম্পাদক কাইয়ুম আহমেদ, পৌরসভা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন খান, আলম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।