আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় করোনা সংক্রমন রোধে জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরন

নড়িয়ায় করোনা সংক্রমন রোধে জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরন

শরীয়তপুরের নড়িয়ায় করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরন করা হয়েছে।  রাজনৈতিক কর্মী ও উদিচী শিল্পীগোষ্টীর উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ((২৮ মার্চ) নড়িয়া পৌর শহর এলাকার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

সকাল ১০টায় নড়িয়া পৌর বাজার চৌরাস্তা থেকে কার্যক্রম উদ্বোধন করনে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ।

এ সময়ে মুঠোফোনে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম কর্মসূচির খোজ খবর নেন এবং সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, বালিকা উচ্চ বিদ্যাকয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক বাবুল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা আক্তার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম, উদীচি  সদস্য বি এম সিরাজ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্যানেল মেয়র আবু জাফর শেখ, যুবলীগ নেতা মামুন মোস্তফা, উদীচী নড়িয়া শাখার সাধারন সম্পাদক মাস্টার সাইদুল হক মুন্না,  আওয়ামী লীগ নেতা মিলন বন্দুকছী, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা সিকদার, বোরহান উদ্দিন, বিল্লাল সিকদার, শাহীন খান প্রমুখ।

এছাড়া কর্মসূচি পালনে সহযোগীতা করেছে ছাত্রলীগ নেতা পিয়াল, শৈশব, সুপ্রীয় সায়্যিদীন, শিলয়, সানি, মুবিন, হামিম, ইব্রাহিম, ধ্রুব, ইশা, সৌরভ, সহ স্থানীয় অনেকে।