আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় করোনা ভাইরাস মহামারী কারনে নড়িয়া উপজেলা লগডাউন করায় হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়ে। কিছু সমাজ সেবক তাদের ব্যাক্তি আর্থিক সহায়তায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৩০ মার্চ) বিকাল ৫ টার সময় নড়িয়া উপজেলার কিছু সমাজসেবীর ব্যক্তিগত সহয়তায় নড়িয়া পৌর সভার ৩ নং ওয়ার্ডের সোনার বাজার ও ৬ নং ওয়ার্ডে মোট ৩০ টি পরিবারের মধ্যে (চাউল, ডাল, পিয়াজ, আলু, সাবান) ভ্যানযোগে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয় এবং মোট ১৫০ টি পরিবারের মধ্যে প্যাকেট বিতরণ করা হবে।
হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন- জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ। যাদের উদ্যোগ ও আর্থিক সহায়তায় এই মহৎ কাজটি করা হয় তারা হলেন- ডাঃ আতিকুর রহমান, ডাঃ শাহিদুজ্জামান, আহমেদ জুলহাস, জহিরুল ইসলাম তুলতুল, সুজন ঢালী, তরিকুল ইসলাম রুবেল, সুজন ছৈয়াল, তোফাজ্জল হোসেন চৌকিদার, শরীফুল ইসলাম, আক্কাছ বেপারী, লিখন, শুভ কাজী, আনোয়ার হাওলাদার, টিপু মাদবর ও ফারিয়া।