
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় করোনা ভাইরাস মহামারী কারনে নড়িয়া উপজেলা লগডাউন করায় হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়ে। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র অনুপ্রেরনায় এডঃ আবুল কালাম আজাদের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টার সময় নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ টি পরিবারের মধ্যে (চাউল, ডাল, পিয়াজ, আলু, তেল, সাবান) খাদ্যসামগ্রী বিতরন করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ। পরে ভ্যানযোগে বাড়ি বাড়ি গিয়ে বিতরন করা হয়।
যাদের উদ্যোগ ও আর্থিক সহায়তায় এই মহৎ কাজটি করা হয় তারা হলেন- নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা আক্তার, নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক বাবুল, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু জাফর শেখ, আওয়ামী লীগ নেতা মিলন বন্দুকছি, শিক্ষক নেতা সাইদুল হক মুন্নাহ, এডঃ নুরুল হক, ব্যাংকার নুরুজ্জামান বেপারী, ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় সদস্য সেকান্দার আলম রিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজ্বী হাচান আলী রাড়ী,উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোস্তফা সিকদার, পৌরসভা ১ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি শাহীন খান প্রমুখ।