আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে করোনার ‍উপসর্গ নিয়ে আইসোলেশনে এক যুবক

শরীয়তপুর সদর হাসপাতালে ৩৪ বছরের এক যুবককে আইসোলেশনে নেয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সা‌ড়ে ১২টায় সর্দি, জ্বর ও কাশি নিয়ে সদর হাসপাতা‌লে চিকিৎসা নিতে এলে করোনার উপসর্গ থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের সি‌ভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ ।

ঐ যুব‌কের বা‌ড়ি ন‌ড়িয়া উপ‌জেলার ডিঙ্গামা‌নিক ইউনিয়‌নের কলারগাঁও গ্রামে।

‌সি‌ভিল সার্জন ব‌লেন, দুপু‌রেই আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামীকাল বুধবার সকা‌লে পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হবে। ফলাফল পাওয়ার পর নিশ্চিত হতে পারবো ওই যুবক করোনায় আক্রান্ত কিনা।

এর আগে দুপুর ১২টার দি‌কে ওই যুবক‌ ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আউটডোরে সর্দি, জ্বর ও কাশি নিয়ে চিকিৎসা নিতে এলে সন্দেহজনক হওয়ায় তা‌কে শরীয়তপুর সদর হাপাতা‌লে প্রেরণ ক‌রা হয়।