
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করেছিল স্থানীয় এক বখাটে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করে বখাটে। সর্বশেষ রবিবার সেই ভিডিও ফেরত দেয়ার কথা বলে তাকে নির্জন স্থানে এনে ধর্ষণের চেষ্টা চালায়। এই অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ওই শিক্ষার্থীর মা রানী বেগম বাদী হয়ে সাইদুল মালত (২৫) নামে সখিপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে বিকালেই অভিযুক্ত সাইদুলকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে দুপুরে ওই স্কুলছাত্রী স্কুল থেকে আশার পথে প্রতিবেশী সোহেল মালতের ছেলে সাইদুল মালত (২৫) বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়িতে কেউ না থাকায় তাকে ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারন করা হয়। ঘটনাটি কাউকে জানালে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে বখাটে।
ঐ স্কুলছাত্রী জানায়, সাইদুলের বাড়ির পাশ দিয়ে আশার পথে তিনি তাকে ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তা ভিডিও করে রাখে। ঘটনা কাউকে জানালে ভিডিও ফেসবুকে ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।
ভিকটিমের মা রানী বেগম বলেন, ‘আমার মেয়ে লোক-লজ্জার ভয়ে কয়েক মাস ধরে স্কুলে যায় না। আমি আমার মেয়ের সর্বনাশকারী সাইদুলের শাস্তি চাই।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ধর্ষনের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।