
শরীয়তপুরে নতুন করে ৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের একই পরিবারের ৩জন, যারা সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এসেছেন। অপরজন জাজিরা উপজেলার বড় মুলনা ইউনিয়নের, তিনি ঢাকার আজিমপুর থেকে সম্প্রতি শরীয়তপুর এসেছেন।
তবে এ চারজনের কারো শরীরে করোনার উপসর্গ ছিলনা। করোনা সংক্রমিত এলাকা থেকে আসায় সন্দেহজনকভাবে তাদের পরিক্ষা করা হয়। ইতিমধ্যে চিহ্নিত এলাকা সমুহ লকডাউন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত ৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎধিন অবস্থা মারা যান নড়িয়া উপজেলার থিরপাড়া গ্রামের ১ বৃদ্ধ। এ নিয়ে শরীয়তপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন।