আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে ৫৫ বছরের এক ব্যক্তির মৃত্যু

শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের বাসিন্দা ক‌রোনার উপসর্গ নি‌য়ে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে ।

মঙ্গলবার ১৪ই এ‌প্রিল রাত সা‌ড়ে ৭টার দি‌কে ন‌ড়িয়া উপ‌জেলার ভোজেশ্বর বাজারস্থ নিজ বা‌ড়ি‌তে এ  মৃত্যুর ঘটনা ঘটেছে।

‌ঘটনা‌টি নি‌শ্চিত ক‌রে এক‌টি প্রেস বিজ্ঞ‌প্তি প্রকাশ ক‌রে‌ছেন, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তা‌হের। প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ক‌য়েক‌দিন ধ‌রে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগ‌ছি‌লেন। কিন্তু গত সোমবার থে‌কে তার ডায়রিয়া শুরু হয়। এরপর মঙ্গলবার রা‌ত সা‌ড়ে ৭টার দি‌কে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ওই বৃ‌দ্ধের নমুনা সংগ্রহ ক‌রে‌ আইইডিসিআর এ পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পাশাপা‌শি ওই বা‌ড়িসহ ক‌য়েক‌টি বা‌ড়ি লকডাউন ঘোষনা করা হ‌য়ে‌ছে। তারা মর‌দেহ দাফ‌নের জন্য গ‌ঠিত ক‌মি‌টি‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানাজা পড়িয়ে ভোজেশ্বর বাজার নিজ বাড়ীর নিকট মসুরা কবরস্থানে দাফন করা হয়।