আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিঙ্গেল সোসাইটি শরীয়তপুর’র উদ্যোগে ৭০টি পরিবারকে খাদ্য সহায়তা!

সিঙ্গেল সোসাইটি, শরীয়তপুর নামের একটি সংগঠনের পক্ষ হতে ৭০টি পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে ডামুড্যা উপজেলার বিভিন্ন জায়গায় করোনায় ঘর বন্দী অসহায় ৭০টি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের মুখপাত্র জিয়া নূর জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষ ঘরবন্দী। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষগুলো খুব কষ্টে দিন কাটাচ্ছে। তাদের জন্য সিংগেল সদস্যদের পকেট খরচের টাকা দিয়ে এই আয়োজন। সামনে শরীয়তপুরের অন্যান্য উপজেলায় এ ত্রান বিতরণ করা হবে। আমাদের এ কর্মসূচি দেখে অনুপ্রানিত হয়ে সমাজের বিত্তবানরা অসহায়দের পাশে দাড়াবে এটাই আমাদের প্রত্যাশা।