আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় ২১ জনের করোনা সন্ধেহে নমুনা সংগ্রহ

শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভায় করোনা সন্ধেহে ২১ জনের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ সোয়াদ মোঃ ইকরামুল হক, ডাঃ দেওয়ান মোঃ শাহীনসহ স্বাস্থ্য কর্মীরা।
রবিবার (১৯ এপ্রিল) সকাল থেকে এই নমুনা সংগ্রহ করা হয়। ২১ জনের মধ্যে রয়েছে নড়িয়া পৌরসভায় ১১ জন, মোক্তারের চর ইউনিয়নের ৭ জন, ভুুমখাড়া ইউনিয়নে ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, যুগ্ম- সাধারনসম্পাদক ও নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম সরদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।