
শরীয়তপুরের ভেদরগঞ্জে করোনায় ঘরবন্দীয় অসহায়দের পাশে দাড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। বুধবার রাতে ভেদরগঞ্জ পৌরসভা ও আশেপাশের ইউনিয়নের প্রায় ২৫০টি দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।
জিলহজ্জ ট্রাভলস্ এর পরিচালক আলহাজ্ব আব্দুস ছাত্তার চাকলাদার এর ব্যবস্থাপনায় রাত্রের অন্ধকারে ত্রান সামগ্রী উপহার হিসেবে মধ্যেবিত্ত ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। তিনি জানান দলের আমীর পীর সাহেব চরমোনাইর নির্দেশে আমরা এসব পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। এসময় তিনি অসহায়দের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।