
শরীয়তপুর জেলায় নতুন করে ৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়িয়ায় ৪ জন, ভেদরগঞ্জ ২জন ও জাজিরায় ১জন। তাদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ রয়েছে।। ১৭ থেকে ২৫ বছর বয়সের পাঁচজন এবং ৩৫ থেকে ৪৫ বছর বয়সের দুইজন।
এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাড়ালো ২০জন। প্রথম বারের মত ভেদরগঞ্জ উপজেলায় ২জন শনাক্ত হলো। আর নড়িয়া উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ জন।
নড়িয়ায় উপজেলার নতুন আক্রান্তদের দুই জনের বাড়ি চামটা ইউনিয়নে। বাকী দুজন যথাক্রমে বিঝারী ও নওপাড়া ইউনিয়নের। আর ভেদরগঞ্জ উপজেলার আক্রান্তদের বাড়ি ছয়গাও ইউনিয়নে।
শনিবার দিবাগত রাত ১টা ৩০মিনিটে জরুরী প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ। তিনি জানান জেলায়, করোনা নমুনার ফলাফল পাওয়া গিয়েছে ৩০০টির, এর মধ্যে করোনা পিজিটিভ ২০টি, নেগেটিভ ২৮০টি।