
পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম ২৯ এপ্রিল বুধবার সকালে নড়িয়া এলাকায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শণ করেছেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম) মো. হাবীবুর রহমান, চিফ মনিটরিং তোফায়েল আহমেদ, প্রকল্প পরিচালক আব্দুল হেকিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শণকালে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়।
পরিদর্শণকালে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, বর্ষকাল খুব নিকটবর্তী। বর্ষার সময় যেই বন্যা হয় তা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। কোভিড-১৯ করোনা ভাইরাস সঙ্কটে তীর রক্ষা বাঁধের কাজ সাময়িকভাবে স্থগিত রয়েছে। বর্ষার সময় নদীতে স্রোতের তীব্রতা বাড়ার পূর্বেই দেশের চিহ্নিত ঝুকিপূর্ণ ভাঙনপ্রবণ এলাকা চিহ্নিত করতে হবে। প্রকৌশলী ও ঠিকাদারদের সাথে সমন্বয় করে কাজ অব্যাহত রাখার চেষ্টা করব। এই সময় সকলের সুস্বাস্থ্য কামনা ও সুরক্ষায় মাস্ক ব্যবহার করে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহবান জানান তিনি।