আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় কৃষকের পাকা ধান কেটে দিলো ইশা ছাত্র আন্দোলনের কর্মীরা

শরীয়তপুর জেলার নড়িয়ার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সোমবার (৪ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত ন‌ড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের ঢালী কান্দি গ্রামের এক কৃষকের ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে দেন তারা।

এসময় কর্মসূচিতে নেতৃত্ব দেন সংঠনে জেলা সভাপতি হুসাইন মুহাম্মাদ ইলিয়াস। সঙ্গে ছিলেন জেলা স্কুল বিষয়ক সম্পাদক আবদুল মমিন, নড়িয়া থানা শাখার ছাত্র কল্যান সাম্পাদক রায়হান কাবির, সদস্য আব্দুস সালাম ও মামুন সহ অন্যান্যরা।

হুসাইন মুহাম্মাদ ইলিয়াস বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় বেশ সমস্যায় রয়েছেন কৃষকেরা। কৃষকদের এ সমস্যা উত্তরনে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাইর নির্দেশে আমরা কৃষকের পাশে দাড়িয়েছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

কৃষক আমির হোসেন খান ব‌লেন, আমার জ‌মির ধান পেকে গিয়েছে। ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিলো না। ধান নি‌য়ে বেশ দু‌ঃচিন্তায় ছিলাম। এখন দু‌ঃচিন্তায় মুক্ত হলাম। আমি খুব খুশী।