আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জাজিরায় করোনা আক্রান্ত মসজিদের ইমাম

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (০৭ মে) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

মসজিদের ইমাম করোনা শনাক্তের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই মসজিদটি ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।

আক্রান্ত ইমামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামে। তিনি ২৬ বছর ধরে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বসবাস করছেন। গত ২৮ এপ্রিল (বুধবার) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ধানুয়া গ্রামে আমার শ্বশুর মৃত্যুবরণ করেন। পরের দিন সকালে গিয়ে শ্বশুরের জানাজা পড়িয়ে দাফন সম্পন্ন করেন। এরপর শরীরে জ্বর নিয়ে ৩ মে চাঁদপুর থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে আসেন। এরপর সন্দেহ হলে ৫ মে (মঙ্গলবার) তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (০৭ মে) তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে।