আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ত্রান বিতরণ

নড়িয়া বিহারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন এলামনাই এসোসিয়েশন (Alumni Association) ও বর্তমান শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে ও  অর্থায়নে ১৫৫ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও আর্থিক অনুদান দিয়ে সহযোগীতা করেছেন শরীয়তপুরের গণ মানুষের নেতা পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

বুধবার (৬ মে) সকাল ১০ টার দিকে বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা আর্থিক কষ্টে আছেন এমন ১৫৫ টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশন (Alumni Association) এর সভাপতি জনাব এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ, নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, নড়িয়া বিহারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মিন্টু চন্দ্র রায়, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, জলিল মাস্টার, সাইদুল হক মুন্নাহ, মিলন বন্দুকছি, নুরুজ্জামান, আনোয়ার হোসেন মিল্টন, মাহমুদুর রহমান হারিস, ওয়াসিমুল আকাশ ও তরিকুল ইসলাম রুবেল প্রমুখ।