
করোনা ভাইরাসের মহামারি দুর্যোগে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহি বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের গ্রুপ ” আমরা গর্বিত আমরা বি-উপসীয়ান” এর পক্ষ অসহায় ও দুস্থ্যদের বাড়ি বাড়ি উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। সোমবার
( ১২ই মে) চলমান দূর্যোগে স্বেচ্ছায় শ্রম দানকারী সংগঠন আমরা গর্বিত আমরা উপসীয়ান অসহায় ২৬০ টি পরিবারের ঘরে ঘরে নিজ দায়িত্বে উপহার সামগ্রী পৌছে দিলেন।
এ মহতি কাজে যাদের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে ছিল তারা হলো শহিদুল সিকদার, সোবহান মাদবর,নিরঞ্জন ঘোষ, খালেদ আফসার বাবু, ডাঃ যুগল দাস শাহজাহান ভুইয়া লিটন, শাহিন খান, রাসেল হাওলাদার, নয়ন হাওলাদার, জসিম উদ্দিন, সুমন বেপারী, ২০১২-ব্যাচ সহ আরো অনেকে স্বেচ্ছাসেবক শহিদুল ইসলাম খোকা, নয়ন সিকদার, রকি ভূইয়া, সৌরভ হাওলাদার, সাজন খান, দিগন্ত,মাসুম ছৈয়াল, কুশল দাস, বিল্লাল, সৈকত, রাহাত, সজল, আশিক প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে আমরা গর্বিত আমরা উপসীয়ান সংগঠনের প্রায় ৩৬ জন স্বেচ্ছায় শ্রম দানকারী গর্বিত বি-উপাসীয়ানদের অক্লান্ত পরিশ্রমে, সম্মানিত এডমিন প্যানেলের সার্বিক তত্ত্বাবধানে এবং বি-উপসীয়ান দাতা সদস্যগনের সহযোগীতা ও সকলের দোয়ায় উক্ত কার্যক্রম সফলভাবে সম্পন করছি। ভবিষ্যতে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি দোয়া করবেন।