
শরীয়তপুরের নড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বুধবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেলা প্রশাসক কাজী আবু তাহের নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোড়লকান্দী গ্রামে। তাঁর বয়স হয়েছিল পঁচাত্তর (৭৫) বছর। তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে আনা হচ্ছে।